বন্দুকসহ গ্রেফতার যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৩১ পিএম, ১১ আগস্ট ২০২৫

লক্ষ্মীপুরে একনলা বন্দুক উদ্ধার ও গ্রেফতার হওয়ার পর যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগে ফরিদকে প্রাথমিক সদস্য পদসহ পুরো দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন জানান, ফরিদ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। শৃঙ্খলা লঙ্ঘনের কারণে কেন্দ্রীয় কমিটি তাকে দল থেকে অব্যাহতি দিয়েছে।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১০ আগস্ট) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে ফরিদ উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে একনলা বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে। একই রাতে একই এলাকার মালয়েশিয়ান প্রবাসী নাঈমুর রশিদের খামারে অভিযান পরিচালনা করে পুলিশ ইয়াবা, মদ, গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম, সিসি ক্যামেরা ও মনিটর জব্দ করেছে। নাঈম যুবদল নেতার অনুসারী।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ফরিদের বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে নাঈমসহ তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা চলছে।