লক্ষ্মীপুরে নতুন পোষাক পেলো ৫২০ গ্রাম পুলিশ
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:১৭ পিএম, ১১ আগস্ট ২০২৫

লক্ষ্মীপুরে ৫২০ জন গ্রাম পুলিশের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়েছে। সোমবার (১১আগষ্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম পুলিশ বার্ষিক সমাবেশে এ পোষাক বিতরণ করা হয়।
এছাড়া তাদের সার্বিক কাজের স্বীকৃতিস্বরুপ ৬জনকে পুরস্কার প্রদান ও পরে সকলকে শপথ পড়ানো হয়।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জসীম জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা প্রমুখ।
অতিথিরা বলেন, গ্রাম-গঞ্জের অতন্দ্র প্রহরী হচ্ছে গ্রাম পুলিশ। স্থানীয় সমস্যা নিরসন, শৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা প্রশংসার দাবি রাখে। যেখানে পুলিশ ভূমিকা রাখতে পারে না সেখানে গ্রাম পুলিশ কাজ করছে। তবে তাদের সুযোগ সুবিধা অপ্রতুল। আমরা আশা রাখি সরকারের পক্ষ থেকে তারা আরও সুযোগ সুবিধা পাবে।