পটুয়াখালীতে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৩৭ পিএম, ১০ আগস্ট ২০২৫

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী বাজারে বিএনপি নেতার বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৯ আগস্ট) গভীর রাতে উপজেলার বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাইরুল ইসলামের বাসায় ঢুকে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল হাতিয়ে নেয়।
ভুক্তভোগী নেতা জানিয়েছেন, রাত ২টা থেকে আড়াইটার মধ্যে ডাকাতরা প্রথমে জানালা কেটে ঘরে প্রবেশ করে এবং ঘরের দরজা খুলে দেয়। এরপর ১৯ থেকে ২০ জনের একটি দল ঘরে ঢুকে পরিবারের সবাইকে হাত-পা বেঁধে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। তাদের হাত থেকে নগদ ৯ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালংকার ও ৫টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এর আগেও একই উপজেলার পূজাখোলা এলাকায় গত ৪ আগস্ট রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। সেখানে ৪ থেকে ৫ জনের একটি দল গ্রিল কেটে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়। প্রবাসীর স্ত্রী জানান, ডাকাতরা তাকে সম্ভ্রমহানির হুমকি দেয়, যা থেকে ভয় পেয়ে তিনি ছাদ থেকে লাফ দেন। তার চিৎকারে প্রতিবেশীরা এসে ডাকাতরা পালিয়ে যায়। বাড়ির মালিক বর্তমানে সৌদি আরবে কর্মরত।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম জানান, দুটি ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ডাকাতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।