শেখ হাসিনা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে : এ্যানি
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:৩০ পিএম, ০৯ আগস্ট ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যুব সমাজকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। শনিবার (৯ আগস্ট) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
এ্যানি বলেন, শেখ হাসিনা কেবল স্বৈরশাসক বা ফ্যাসিবাদী নন, তিনি মাদকের অন্যতম নেতা হিসেবে দেশের যুবসমাজ, ছাত্র ও তরুণদের ধ্বংস করে যাচ্ছেন। তিনি আরও বলেন, বিদেশে বসে কোটি কোটি টাকা পাচার করে পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় দেশের ক্ষতি করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন।
তিনি জিয়ার রহমানের নেতৃত্বে গঠিত সার্কের গুরুত্ব তুলে ধরে বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে সার্ক গঠনের মাধ্যমে একটি শক্তিশালী আন্তর্জাতিক পরিচিতি দিয়েছেন। আজকের বাংলাদেশ তার ওই ইতিহাস ও নেতৃত্বের বড় সম্বল। এ্যানি আরও জানান, তারেক রহমান আগামী নির্বাচনের আগে পরিকল্পনা গ্রহণ করছেন, যাতে ১৮০ দিনের মধ্যে ১ থেকে ২ কোটি চাকরির সুযোগ সৃষ্টি করা যায় এবং কর্মসংস্থানের ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়।
এসময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির সদস্য এডভোকেট হারুনুর রশিদ, রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।