‘দেশের মানুষ রাজনৈতিক অঙ্গনে আ. লীগকে আর দেখতে চায় না’
- রাজবাড়ী প্রতিনিধি
- প্রকাশঃ ০২:০৫ পিএম, ০৬ আগস্ট ২০২৫
ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ৫ আগস্ট বাংলাদেশ ত্যাগ করেছে বলে দাবি করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বর্তমানে ভারতে বসে ষড়যন্ত্র করছে, কিন্তু বাংলাদেশের মানুষ আর তাদেরকে রাজনীতির ময়দানে দেখতে চায় না।
বুধবার দুপুর ১২টায় রাজবাড়ী শহীদ স্মৃতি চত্বরে ‘গণঅভ্যুত্থান দিবস’-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় মিছিল-পরবর্তী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খৈয়ম এ কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করতে হবে এবং এই লড়াইয়ে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি জানান, বিএনপির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যেই আগাম নির্বাচন ঘোষণার কথা জানিয়েছেন এবং আগামী ফেব্রুয়ারিতে ভোট হতে পারে। এ জন্য দলের নেতা-কর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, যে লড়াই আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য করেছি, সেই লড়াই আগামী ফেব্রুয়ারিতে আবার হবে তবে সেটা হবে ব্যালটের মাধ্যমে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশের ১৮ কোটি মানুষ ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে মাঠে নামবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহমুদুল হক রোজেন, বালিয়াকান্দি উপজেলার সাবেক সভাপতি আবুল হোসেন খান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি সুলতানুর ইসলাম মুন্নু এবং রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল প্রমুখ।
সমাবেশের আগে আদর্শ মহিলা কলেজ থেকে একটি বিজয় মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।