জামায়াতকে নিষিদ্ধ করতে এলেই ইতিহাসে হারিয়ে যাবে: মাসুদ সাঈদী


জামায়াতকে নিষিদ্ধ করতে এলেই ইতিহাসে হারিয়ে যাবে: মাসুদ সাঈদী

দেশে জামায়াতে ইসলামীর রাজনীতিকে নিষিদ্ধের যে কোনো প্রয়াসই ইতিহাসের আস্তাকুঁড়ে ঠাঁই পাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদী।

মঙ্গলবার (৫ আগস্ট) জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখা আয়োজিত এক আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাসুদ সাঈদী বলেন, “জামায়াতকে যারা যখনই নিষিদ্ধ করতে আসবে তারাই তখন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিগত ১৭ বছর দেশে জেল-জুলুম ও অত্যাচারের স্টিমরোলার চালিয়ে ছিল। সেখান থেকে আল্লাহ আমাদের অপার কৃপায় উদ্ধার করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামি গত ১৭ বছর বাংলাদেশে একটি রাষ্ট্র সংস্কারমূলক ও গঠনমূলক নির্বাচনের জন্য আন্দোলন করে আসছিল। এরই ফলশ্রুতিতে ৫ আগস্ট এসেছে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের জন্য।”

সরকারবিরোধী অবস্থানে থেকে মাসুদ সাঈদী বলেন, “যারা এখনো মনে করে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বে তারা বোকার স্বর্গে বাস করছে। আমাদের মিছিলে এলে যাদের লিস্ট তোমারা করছো তোমরা জেনে রাখো তোমাদের লিস্টও আমরা করছি।”

তিনি অভিযোগ করেন, “গত ১৭ বছর রাজাকার-রাজাকার করতে করতে মুখে ফেনা তুলেছ, এখন তাদের আমছালা হারিয়ে তারা এখন ভারতে, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করছি, আওয়ামী লীগের পথ ধরে এখন কিছু লোক এই রাজাকার রাজাকার ব্যবসা আবার শুরু করছে।”

সাবেক প্রধানমন্ত্রীর বিচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আওয়ামী লীগ যুদ্ধাপরাধের নামে যে বিচার শুরু করেছিল তার সম্পূর্ণ বিচারটা ছিল একটা সাজানো নাটক। হাজারও খুনের অপরাধী এই হাসিনা, তার কোনো মাফ হতে পারে না। সরকারকে বলছি, তাকে বন্দি বিনিময়ের মাধ্যমে ভারত থেকে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে।”

আন্দোলনের পথে উসকানি না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কিছু লোক গায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করবে কিন্তু আমরা উত্তেজিত হব না—ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত।”

তিনি আরও দাবি করেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার দ্বারা সংঘটিত বিভিন্ন অপকর্ম, হত্যা ও গুমের পতন ঘটে চব্বিশের জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে। বাংলাদেশের আপামর জনগণ, খেটেখাওয়া মানুষ, ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ দল-মত নির্বিশেষে সকলে তীব্র আন্দোলনের মুখে হাসিনার সরকার গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়।”

পিরোজপুর জেলা জামায়াতের আনন্দ মিছিলটি সকাল ১০টায় আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে হোটেল বিলাস চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সমাবেশে বক্তব্য দেন জামায়াতের নেতারা।

আনন্দ মিছিলে জেলা জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমির বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ফরিদ, জেলা সেক্রেটারি জহিরুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইসহাক আলী এবং ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ইমরান হোসেনসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×