ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫


ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা—দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচজন তরুণ মোটরসাইকেল আরোহী।

রবিবার (৩ আগস্ট) বিকেল নাগাদ উপজেলার রামপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সুমন (২৯), পিতা আল আমিন, বাড়ি সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামে; লোকমান হোসেন (৩০), পিতা মকবুল আলী এবং তুহিন হাসান (২৯), পিতা শাহজাহান মিয়া—দুজনই সদর উপজেলার মৈন্দ গ্রামের বাসিন্দা; আকরাম (২৫), পিতা শাহজাহান মিয়া, বাড়ি বিজয়নগরের সাতগাঁও গ্রামে এবং মনিরুজ্জামান (২১), পিতা ফজু মিয়া, যিনি রংপুর জেলার গঙ্গাচড়া থানার খামার মোহনা গ্রামের বাসিন্দা।

নিহতদের পরিবার ও পুলিশ জানায়, সুমন, লোকমান ও তুহিন একসঙ্গে মোটরসাইকেলে চড়ে বিজয়নগরে একটি ফুটবল ম্যাচ দেখতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সময় একই দিকে আসা একটি সিএনজি অটোরিকশাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন মারা যান, আরেকজন হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান।

ঘটনায় সিএনজিতে থাকা চারজন যাত্রীও আহত হন। তারা হলেন—সবুজ (১৯), পিতা ফজল মিয়া, বাড়ি সাতগাঁও গ্রামে; আহাদ (২০), পিতা সৈয়দ মিয়া, বাড়ি ইব্রাহিমপুরে; চালক আল আমিন, বাড়ি চান্দুরা কালিসীমা গ্রামে; এবং ইয়ামিন, পিতা দুলাল মিয়া, সাতগাঁও গ্রামের বাসিন্দা।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের ভিত্তিতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×