‘পলাতক’ অভিযোগের মাঝেও প্রকাশ্যে বহিষ্কৃত যুবদল নেতার সংবাদ সম্মেলন
- পাবনা প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৪০ পিএম, ০২ আগস্ট ২০২৫

পাবনার চাটমোহরে পুলিশের দাবি অনুযায়ী পলাতক এক যুবদল নেতা প্রকাশ্যে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। ব্যাংক কর্মকর্তার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত লোকমান হোসেন নিজেকে নির্দোষ দাবি করলেও পুলিশ বলছে, তিনি পলাতক রয়েছেন এবং গ্রেপ্তারে অভিযান চলছে।
গত শুক্রবার (১ আগস্ট) চাটমোহর উপজেলার ফৈলজানা এলাকায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে লোকজন নিয়ে মানববন্ধন করেন লোকমান হোসেন। এ সময় সংবাদ সম্মেলনেও অংশ নেন তিনি।
লোকমান হোসেন ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে তাঁকে সম্প্রতি যুবদল থেকে বহিষ্কার করেছে পাবনা জেলা শাখা।
অভিযোগ অনুযায়ী, ৩১ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে লোকমান হোসেন ১৫ থেকে ২০ জনের একটি দল নিয়ে ব্যাংকের ফৈলজানা শাখায় ঢুকে হামলা চালান। এ সময় শাখার অফিস ও টেবিলের কাচ ভাঙচুর করা হয় এবং শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়নসহ ব্যাংকের অন্যান্য কর্মীদের মারধরের অভিযোগ উঠে।
ব্যাংকের মুখ্য কর্মকর্তা এস এম বশির উদ্দিন জানান, ২০১৮ সালে লোকমান হোসেন ব্যাংক থেকে তিন লাখ টাকার সিসি ঋণ নিয়েছিলেন। ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ গত ২৫ মে তাঁর নামে অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করে। ওই ঘটনার প্রতিশোধ হিসেবেই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর চাটমোহর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার তিনদিন পরও লোকমানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, “লোকমান হোসেন পলাতক। তাকে ধরতে পুলিশ মাঠে রয়েছে। মানববন্ধন ও সংবাদ সম্মেলনের বিষয়টি আমাদের জানা ছিল না।”
সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে লোকমান হোসেন বলেন, “আমি ব্যাংকে হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটাইনি। ম্যানেজার নিজেই এসব করে আমার উপর দোষ চাপিয়েছেন।”