ব্যাংকে ঢুকে ম্যানেজারকে পেটালেন যুবদল নেতা
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশঃ ০১:২৬ পিএম, ০১ আগস্ট ২০২৫

ঋণ খেলাপির মামলা দায়ের করাকে কেন্দ্র করে পাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ম্যানেজারকে মারধরের অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় ঘটেছে এ ঘটনা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরের দিকে, ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. লোকমান হোসেন হঠাৎ করেই ব্যাংকে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তিনি ব্যাংকের আসবাবপত্র ভাঙচুর করেন এবং ব্যবস্থাপক মো. শামসুজ্জামান নয়নকে মারধর করে আহত অবস্থায় রেখে যান।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। আহত ব্যবস্থাপককে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. বশির উদ্দিন জানান, লোকমান হোসেন ২০১৮ সালে তিন লাখ টাকার একটি সিসি লোন গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী ঋণটি নবায়ন করতে হলেও, গত দুই বছরে তিনি তা করেননি। ফলে তিনি ঋণ খেলাপির তালিকাভুক্ত হন। ব্যাংক ২৫ মে আদালতে মামলা করে, যা তাকে ক্ষুব্ধ করে তোলে। তিনি আরও জানান, লোকমান ও তাঁর সহযোগীরা হঠাৎ করে ব্যাংকে হামলা চালিয়ে টেবিল ও কাচের সামগ্রী ভেঙে ফেলেন এবং ব্যবস্থাপককে মারধর করেন, এতে ব্যাংকে উপস্থিত গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন বলেন, ব্যাংকের ক্ষয়ক্ষতি নিরূপণ ও ঘটনার কারণ উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি এবং জনবহুল ব্যাংকে ম্যানেজারকে মারধরের ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবদল নেতা লোকমান হোসেন পলাতক রয়েছেন। তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।