ওসির স্বাক্ষর করা চাঁদাবাজদের তালিকা প্রকাশ পেলো এবার


ওসির স্বাক্ষর করা চাঁদাবাজদের তালিকা প্রকাশ পেলো এবার

অনলাইনে বেশ কয়েকদিন ধরে ঘুরতে থাকা স্বাক্ষরবিহীন একটি চাঁদাবাজির তালিকার পর এবার ওসির স্বাক্ষরসহ একটি তালিকা প্রকাশিত হয়েছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এর আগে ১২৩ জনের একটি স্বাক্ষরহীন তালিকা ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

সর্বশেষ প্রকাশিত তালিকায় দেখা গেছে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় সক্রিয় ২০ জন চাঁদাবাজের একটি তালিকায় অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদের স্বাক্ষর রয়েছে। ২১ জুলাই তারিখে এই তালিকা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

চিঠিতে উল্লেখ ছিল: ‘সূত্রে বর্ণিত স্মারকের আলোকে এ থানা এলাকায় জনমনে আতঙ্ক, জনগণের নিরাপত্তা বিঘ্নকারী চাঁদাবাজদের নামের তালিকা প্রেরণ করা হলো।’ ধারণা করা হচ্ছে, আরএমপির সব থানার ক্ষেত্রেই একই রকমভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে।

এর আগে ফাঁস হওয়া ১২৩ জনের যে তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, তাতে রাজনৈতিক পরিচয় উল্লেখ ছিল। তবে ওসি মোস্তাক আহমেদের স্বাক্ষরিত নতুন তালিকায় শুধু একজনের দলীয় পরিচয় রয়েছে। সেই নামগুলো আগের তালিকার সঙ্গেও প্রায় মিলে যায়।

এই প্রসঙ্গে জানতে চাইলে ওসি মোস্তাক আহমেদ সাংবাদিকদের বলেন, ‘তালিকায় আমার স্বাক্ষর কারা করল, কীভাবে করল-আমি জানি না।’

তালিকা সম্পর্কে জানতে চাইলে আরএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, ‘এমন হলে তো তাহলে সব থানা থেকেই এভাবে তথ্য নেওয়া হয়েছে। বিষয়টা আমি জানি না। ওসির স্বাক্ষরও আমি চিনি না।’

বোয়ালিয়া থানার তালিকায় যাদের নাম রয়েছে, তাদের অনেকে মাদক ব্যবসা, ছিনতাই, ভয়ভীতি প্রদর্শন, সংঘবদ্ধ দল গঠন এবং চাঁদাবাজির মতো অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরিচিত। এ তালিকায় স্থানীয় বিএনপি নেতা ইকবাল হোসেন দিলদারের নামও রয়েছে। তিনি এ বিষয়ে বলেন, ‘এই তালিকা শত্রুতাবশত তৈরি করা হয়েছে। আমার নামে পূর্বে কখনও এমন কোনো অভিযোগ ছিল না।’

সম্প্রতি আবাসন ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বোয়ালিয়া থানায় ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন। এজাহারে ৩৬ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ২০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে রাখা হয়। অভিযোগপত্রে নাম থাকা ৩৬ জনের মধ্যে ১৮ জনের নাম ইতোমধ্যে ফাঁস হওয়া তালিকায়ও রয়েছে।

এই মামলার প্রতিবাদে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে নগর বিএনপির বোয়ালিয়া (পশ্চিম) থানার সভাপতি ও মামলার আসামি শামসুল হোসেন মিলু বলেন, ‘এই তালিকা পুলিশেরই। তালিকায় তিনি বোয়ালিয়ার ওসির স্বাক্ষর দেখেছেন।’ তবে পুলিশ প্রশাসন চাঁদাবাজদের তালিকা তৈরি করার অভিযোগ অস্বীকার করেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×