ছাত্রদলকর্মী হত্যা, ভাইজান বাহিনীর প্রধান গ্রেফতার
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৩৬ পিএম, ৩১ জুলাই ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে আলোচিত ছাত্রদলকর্মী আরিফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত, ‘ভাইজান বাহিনী’র শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন শিবলু বাঁচা ওরফে ভাইজানকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, বুধবার (৩০ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সেঞ্চুরি ওয়েডিং ফটোগ্রাফি দোকানের পাশ থেকে তাকে আটক করা হয়। ৪৫ বছর বয়সী শিবলু হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ফরিদ আহম্মদের ছেলে।
র্যাব ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জুন রাত সাড়ে ১১টার দিকে ফতেয়াবাদ রেলস্টেশনের পশ্চিম পাশে চসিক ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ হামলা চালানো হয়। শিবলুর নেতৃত্বে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত একটি সিএনজি ও তিনটি মোটরসাইকেলে করে এসে ছাত্রদলকর্মী আরিফের ওপর এলোপাতাড়ি গুলি চালায়।
গুলিবিদ্ধ আরিফকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসাধীন অবস্থায় ১১ জুন তার মৃত্যু হয়।
আরিফের মা ১২ জুন হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মহিউদ্দিন শিবলুকে প্রধান আসামি করা হয়, এছাড়াও আরও দুইজনের নাম উল্লেখসহ ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
এর আগে, গত ২৮ জুলাই মামলার দ্বিতীয় আসামি মো. সুমন (৪২) কে সন্দ্বীপ কলোনি এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। সে একই এলাকার মুজিবুল হকের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও সহিংসতার অন্তত ৩১টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত প্রধান আসামি মহিউদ্দিন শিবলুকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওসি কাওসার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।