রাবি চিকিৎসককে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে মারধরের অভিযোগ


রাবি চিকিৎসককে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে মারধরের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের এক চিকিৎসকের ওপর বহিরাগতদের বর্বর হামলার ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অজুহাতে ওই চিকিৎসককে মারধর করে বিবস্ত্র করার চেষ্টা করেছে হামলাকারীরা।

ঘটনাটি ঘটে বুধবার (৩০ জুলাই) দুপুরে, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের ২৩ নম্বর কক্ষে। চিকিৎসকের নাম মো. গোলাম আজম ফয়সাল।

ডা. ফয়সালের ভাষ্য অনুযায়ী, প্রথমে একজন ব্যক্তি এসে তার পরিচয় যাচাই করে চলে যায়। কিছু সময় পর আরও কয়েকজন ঘরে ঢুকে তাকে বলে, তুমি নাকি আওয়ামী লীগ সরকারের সময় চাকরি পেয়েছো। এ অভিযোগ তুলে তারা তাকে মারধর শুরু করে এবং টেনেহিঁচড়ে ঘর থেকে বাইরে নিয়ে যায়।

তারা আমাকে হুমকি দেয় চাকরি ছেড়ে দিতে হবে। কেউ এগিয়ে আসেনি সাহায্য করতে, বলেন তিনি।

তিনি আরও জানান, তিনি ক্যাম্পাসসংলগ্ন এলাকায় ভাড়া থাকেন এবং স্থানীয় কাউকে ভালোভাবে চেনেন না, ফলে কার বিরুদ্ধে অভিযোগ আনবেন তাও বুঝে উঠতে পারছেন না। নিজেকে তিনি এখন সম্পূর্ণ নিরাপত্তাহীন বোধ করছেন।

চিকিৎসাকেন্দ্রের একটি সূত্র জানিয়েছে, হামলার সময় কয়েকজন মোবাইলে ভিডিও ধারণ করছিলেন, তাদের ফোনগুলোও ছিনিয়ে নেয় হামলাকারীরা। হামলার পর চিকিৎসককে বিবস্ত্র করারও চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। বহিরাগতরা এসে আমাদের একজন স্টাফকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। আমরা একজনের নাম জানতে পেরেছি— জনি, ধারণা করা হচ্ছে সে ক্যাম্পাসসংলগ্ন এলাকার বাসিন্দা। পুলিশ প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

চিকিৎসাকেন্দ্রের প্রধান ডা. মাফরুহা সিদ্দিকা লিপি জানান, ফয়সালকে নিয়ে শুনেছি, সে আওয়ামী লীগের মিছিল-মিটিং করতো। এ ধরনের ঘটনার পর আমরা আতঙ্কিত। প্রশাসনকে পুলিশের নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানিয়েছি। এভাবে চলতে থাকলে আমাদের চিকিৎসাকেন্দ্র বন্ধ করে দিতে হবে।

তিনি আরও বলেন, ঘটনার সময় মোবাইল ফোনে ভিডিও করা কয়েকজনের ফোন হামলাকারীরা নিয়ে গেছে। কেন্দ্রটিতে সিসিটিভি না থাকায় কেউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব জানিয়েছেন, আমি এখনই বিষয়টি জানলাম। প্রক্টরকে বলেছি বিস্তারিত জানাতে। আমরা ইতোমধ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে বৈঠক করেছি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×