চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, পাহাড়ধসের শঙ্কা
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:২৪ পিএম, ২৭ জুলাই ২০২৫

চট্টগ্রামে নিম্নচাপ সরে গেলেও বৃষ্টি থামছে না। গতকাল শনিবার (২৬ জুলাই) দিনভর টানা বৃষ্টির পর রোববার (২৭ জুলাই) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি চলছে, যা নগরজুড়ে সৃষ্টি করেছে জলাবদ্ধতা আর জনদুর্ভোগ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার বিকেল ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০৭.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভূইয়া জানান, “সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি বায়ুচাপের তারতম্য বিরাজ রয়েছে। আগামী দুই দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরের কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি পাহাড়ধসেরও শঙ্কা রয়েছে।”
টানা বৃষ্টিতে নগরীর বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে করে অফিসমুখী মানুষ থেকে শুরু করে পথচারীদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। রাস্তাঘাটে পানি জমে থাকায় যাত্রীবাহী অটোরিকশা ও রিকশাচালকরা বাড়তি ভাড়া নিচ্ছেন, যা ভোগান্তি আরও বাড়িয়ে তুলেছে।