জনগণের প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ উপদেষ্টা পরিষদ : মেজর হাফিজ


জনগণের প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ উপদেষ্টা পরিষদ : মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, বর্তমান উপদেষ্টা পরিষদ জনগণের প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

শনিবার (২৬ জুলাই) ভোলার লালমোহনে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোসর রয়েছে। তারা জনস্বার্থে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। আন্দোলনে যারা জীবন দিয়েছেন কিংবা আহত হয়েছেন তাদের খোঁজ নেওয়ার সময় পর্যন্ত তাদের নেই।

তিনি আরও বলেন, দেশে নানা ধরণের ‘আতেল’ সংস্কারের নামে পিআর পদ্ধতি (আনুপাতিক ভোট) চালুর প্রস্তাব দিচ্ছে, যা জনগণের ইচ্ছার বিরুদ্ধে। মানুষ প্রার্থীর চেহারা দেখে না, দেখে তার চরিত্র, কাজ এবং অতীত কর্মকাণ্ড।

তিনি অভিযোগ করেন, “বর্তমান সরকারের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ নির্বাচন বিলম্বিত করতে চাইছে, যেন তারা আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে। কিন্তু দেশের অর্থনীতি দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে। নির্বাচন ছাড়া গণতন্ত্র সম্ভব নয়।”

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মো. জাফর ইকবালকে সভাপতি ও বাবুল পঞ্চায়েতকে সাধারণ সম্পাদক করে লালমোহন উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আ.ক.ম কুদ্দুস রহমানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×