চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই : রেজাউল করীম
- খুলনা প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:২৮ পিএম, ২৬ জুলাই ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা যেন কোনো চাঁদাবাজ, দখলবাজ ও টাকা পাচারকারীদের সহযোগী না হই। আমরা একটি চাঁদাবাজমুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই।
শনিবার (২৬ জুলাই) বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সব বন্ধ মিল, কল-কারখানা চালু ও ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ১৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনো দেশকে অনিরাপদ করে রেখেছে। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেওয়ার পাঁয়তারা করে যাচ্ছে। তাই রাজনৈতিক দলগুলোকে নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে।