রাতের আঁধারে নৌকা ঝুলিয়ে দেওয়া সেই আ. লীগ কর্মী আটক


রাতের আঁধারে নৌকা ঝুলিয়ে দেওয়া সেই আ. লীগ কর্মী আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাস্তার মোড়ে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি প্রতীকী নৌকা ঝুলিয়ে রাখার ঘটনায় এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ময়নাল হক (৩৫)। তিনি মৃত আকাব আলীর ছেলে এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে কুড়ার পাড় বাজারে একটি বাঁশের আগায় কাপড় ও বাঁশ দিয়ে তৈরি নৌকাটি ঝুলিয়ে দেওয়া হয়। নৌকাটিতে একটি ডিজিটাল ব্যানার লাগানো ছিল, যেখানে লেখা ছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং তাতে কিছু নেতার ছবিও সংযুক্ত ছিল।

এ ঘটনার পেছনে এলাকার দুই আওয়ামী লীগ কর্মী—ময়নাল হক এবং বারেক (৫৫), পিতা মৃত আব্দুস সামাদ—সম্পৃক্ত বলে জানান স্থানীয়রা।

শুক্রবার সকালে ঘটনাটি নজরে আসার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌকাটি এবং ব্যানারসহ প্রমাণাদি জব্দ করে থানায় নিয়ে যায় এবং ছবি দেখে ময়নাল হককে গ্রেপ্তার করে।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, “এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে ময়নাল হকের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ দুপুরে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্ত বারেককে আটকের চেষ্টা চলছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×