পুকুরে মাছ ধরতে গিয়ে ১০ কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার


পুকুরে মাছ ধরতে গিয়ে ১০ কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

পাবনার চাটমোহরে মাছ ধরার সময় এক পুকুর থেকে উদ্ধার হয়েছে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি। শুক্রবার সকালে নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় স্থানীয়রা মূর্তিটি পানির নিচে খুঁজে পান।

জানা গেছে, ওই দিন সকালে মাঝগ্রামের বাসিন্দা লোকমান হোসেন তাঁর পুকুরে জেলেদের নিয়ে মাছ ধরতে নামেন। মাছ ধরার একপর্যায়ে জেলেদের একজনের পায়ে একটি শক্ত বস্তু ঠেকে। সেটি পানি থেকে তোলার পর দেখতে পান একটি প্রাচীন বিষ্ণু মূর্তি। সঙ্গে সঙ্গে ঘটনাটি ছড়িয়ে পড়ে এবং স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা পুকুর পাড়ে এসে পূজা শুরু করেন।

উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটি প্রায় ৩ ফুট উচ্চতার। স্থানীয়দের ধারণা, এর বাজারমূল্য ১০ কোটি থেকে ১৫ কোটি টাকার মধ্যে হতে পারে।

খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, বিষ্ণু মূর্তিটি থানায় রাখা আছে। প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের লোকজন এসে মূর্তিটি নিয়ে যাবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×