ছেলের বিরুদ্ধে সম্পত্তি লিখে নিয়ে মাকে ঘরছাড়া করার অভিযোগ


ছেলের বিরুদ্ধে সম্পত্তি লিখে নিয়ে মাকে ঘরছাড়া করার অভিযোগ

রাজবাড়ীর পাংশা উপজেলায় একমাত্র ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে ষড়যন্ত্র করে সম্পত্তি লিখে নেওয়ার পর বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মা।

ভুক্তভোগী ফিরোজা খন্দকার (৬৫) পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গী এলাকার বাসিন্দা এবং মৃত রইচ উদ্দিন খন্দকারের স্ত্রী।

তার অভিযোগে বলা হয়েছে, একমাত্র ছেলে মো. খন্দকার ফজলে রাব্বি সাগর (৪২) ও পুত্রবধূ মোছা. মুন্নি খন্দকার (২৭) নানা ছলচাতুরীর মাধ্যমে ফিরোজা খন্দকারের নামে থাকা বাড়ি ও জমি নিজের নামে লিখিয়ে নেন। এরপর ১৮ মাস আগে তাকে শারীরিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন।

ফিরোজা খন্দকার জানান, সর্বশেষ গত ২৩ জুন সকালে তিনি বাড়িতে গেলে ছেলে ও পুত্রবধূ তাকে অশ্লীল ভাষায় গালাগাল করে এবং আবারও মারধরের হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

অভিযুক্ত সাগরের বোন দীনা খন্দকার বলেন, “আমার ভাই কৌশলে আমাদের বাড়ির সম্পত্তি লিখে নিয়ে আমার মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বিষয়টি আমরা জানতাম না। বিষয়টি জানার পরে অনেক খোঁজাখুঁজি করে মাকে পেয়েছি। এ বিষয়ে একটি মামলাও চলমান রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার দাবি করছি।”

অভিযুক্ত সাগরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “এ সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×