এবি পার্টি
জামায়াত-বিএনপির দ্বন্দ্বে ফ্যাসিবাদের উত্থান ঘটবে: মজিবুর রহমান মঞ্জু
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:৩৮ পিএম, ২৫ জুলাই ২০২৫

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু হুঁশিয়ারি দিয়েছেন, জামায়াত ও বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব যদি অব্যাহত থাকে, তাহলে দেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। এতে এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মঞ্জু বলেন, তিনি আগেই বিভিন্ন সভা-সমাবেশে এই আশঙ্কার কথা তুলে ধরেছেন। একটা বছর যেতে না যেতেই আমি এই কথাগুলো সব জায়গায় বলেছি। সেদিন জনসভায় বলেছি, ড. ইউনূসের সঙ্গে দেখা হয়েছে, সেখানেও বলেছি, জামায়াত এবং বিএনপির দ্বন্দ্বে আবার কিন্তু ফ্যাসিবাদের উত্থান ঘটবে
প্রেসক্লাব প্রসঙ্গে তিনি বলেন, এটি রাজনীতিকদের জন্য একটি নিরাপদ জায়গা হলেও, কিছু লোক রাজনৈতিক স্বার্থে চট্টগ্রাম প্রেসক্লাবকে একপ্রকার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল। তিনি অভিযোগ করে বলেন, আমরা যে ফ্যাসিবাদ দেখছি, আমরা সাধারণত দেখি যে, হাসিনাকে আমরা ফ্যাসিবাদের অবয়ব রূপ হিসেবে দেখি। কিন্তু আমার বিশ্বাস এবং আমার ধারণা, যেহেতু আমি মিডিয়াতে কাজ করেছি, এই ফ্যাসিবাদের পেছনে খুব ন্যক্কারজনক ভূমিকা পালন করছে কিছু সাংবাদিক নামের অ্যাক্টিভিস্ট।
তিনি আরও বলেন, কিছু সাংবাদিক এমনভাবে আচরণ করছে যেন তারা রাজনীতিকদের থেকেও বেশি কঠোর, এমনকি অস্ত্রধারণে উদ্বুদ্ধ করার মতো অবস্থান নিয়েছে।
পৃথিবীর ইতিহাসে কোথাও পাবেন না, সাংবাদিকরা অস্ত্র চালানোর জন্য উৎসাহিত করে।”
সংবাদপত্র ও টেলিভিশন বন্ধ হওয়ার পর সাংবাদিকদের দুঃখ-কষ্টের কথাও তুলে ধরেন তিনি। তাহলে এত বড় নিপীড়নের পর আজকে যখন একটা পরিবর্তন এসেছে, এটা বোঝানোর জন্য আপনাদেরকে দাবি দিতে হচ্ছে এটার চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না।
ফ্যাসিবাদের বারবার উত্থানের পেছনে জনগণের ভুল ভূমিকার দিকটিও তুলে ধরেন মঞ্জু। ফ্যাসিবাদের পতন হয়েছে বহুবার। কিন্তু সেই ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে দাঁড়ায় আমাদের ভুলের কারণে।
জুলাই-আগস্টের আন্দোলন ও পুলিশের সহিংস দমন প্রসঙ্গে তিনি বলেন, একটা মারলে, একটা গুলি করলে, একটা পড়ে আরেকটা তো যায় না। এটা কীভাবে হয়েছে? ওই যে আমার আর আপনার সন্তানের কষ্ট, তিল তিল করে জমে থাকা ক্ষোভ, দীর্ঘশ্বাস আমরা যে অধিকারহারা ছিলাম... এই অধিকারকে আমরা ন্যায়বিচারের মাধ্যমে প্রতিষ্ঠা করব।
সভা পরিচালনা করেন বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদ। বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম পিএসসি, ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান, অ্যাডভোকেট সৈয়দ আবুল কাসেম, ছিদ্দিকুর রহমান ও হায়দার আলী চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক কালের কণ্ঠ চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মিয়া মোহাম্মদ আরিফ, শহিদুল ইসলাম, কামরুল হুদা, মজুমদার নাজিম, ওয়াহিদুজ্জামান মিন্টু, হাসান মুকুলসহ স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।