কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০


কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০

কুড়িগ্রামের রৌমারীতে জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের জেরে সংঘর্ষে তিনজ‌ন নিহত হ‌য়ে‌ছেন। আহত হয়েছেন আরও ১৫-২০ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দি‌কে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন আনোয়ার হো‌সে‌নের ছে‌লে নুরুল আমিন (৪০), গোলাম মিয়ার ছে‌লে বলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আস‌ছিল। এই জ‌মি নি‌য়ে একাধিক মামলাও র‌য়ে‌ছে। বৃহস্পতিবার শাহাজাহান মিয়ার লোকজন জ‌মি‌তে সেচ দি‌তে গে‌লে রাজু মিয়ার লোকজন বাধা দেন। এতে উভয় প‌ক্ষে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। তারা সবাই শাহাজাহান মিয়ার অনুসারী ব‌লে প্রাথমিকভাবে জানা গে‌ছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×