চট্টগ্রামে ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার


চট্টগ্রামে ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

মঙ্গলবার (২২ জুলাই) নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই রোহিঙ্গা হলেন— টেকনাফের লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত নুর আলমের ছেলে জাফর আলম (৩৫) ও তার স্ত্রী রহিমা খাতুন (২৫)।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, বাকলিয়া থানাধীন বশরুজ্জামান চত্ত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার দু'জন স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচার করে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×