চট্টগ্রামের চকবাজার
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৩২ এম, ২২ জুলাই ২০২৫

চট্টগ্রামের চকবাজার এলাকায় ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এক কর্মীকে মারধরের জেরে। সোমবার মধ্যরাতে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, তবে রাত দেড়টা পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ।
ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর (উত্তর) সভাপতি তানজির হোসেন জুয়েল অভিযোগ করেন, তাদের এক কর্মী আরিফুল ইসলামকে মারধর করে পুলিশে সোপর্দ করে ছাত্রদলের নেতাকর্মীরা। তিনি জানান, এ বিষয়ে থানায় গেলে যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল হক বাদশার নেতৃত্বে কিছু সন্ত্রাসী শিবিরের কর্মীদের ওপর হামলা চালায়।
তবে ঘটনার বিষয়ে ভিন্নমত পোষণ করে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শেখ রাসেল জানান, ছাত্রদলের নেতাকর্মীরা এক ছাত্রলীগ নেতাকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর শিবির নেতাকর্মীরা থানায় এসে দাবি করে ওই ব্যক্তি তাদের কর্মী। কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে তার ছাত্রলীগ সংশ্লিষ্টতার প্রমাণ উপস্থাপন করা হয়। এ নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে এবং একপর্যায়ে শিবিরের নেতাকর্মীরা ছাত্রদল কর্মীদের ওপর হামলা চালায়। এরপর উভয় পক্ষ সংঘবদ্ধ হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল কবির রাত পৌনে দুইটায় সাংবাদিকদের জানান, একজন শিক্ষার্থীকে মারধর করে থানায় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ কাজ করছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, এ ঘটনায় যুবদল নেতা এমদাদুল হক বাদশা ও ওসির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।