মনপুরায় নৌবাহিনীর অভিযানে শিশু বলাৎকারকারী ও ২৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ


মনপুরায় নৌবাহিনীর অভিযানে শিশু বলাৎকারকারী ও ২৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

নৌবাহিনীর অভিযানে ভোলার মনপুরায় শিশু বলাৎকারকারী গ্রেফতার করেছে মনপুরা কন্টিনজেন্ট। এসময় গুদাম থেকে সত্তর লক্ষ মিটার অবৈধ জাল (প্রায় ২৫ কোটি টাকা) জব্দ করে মনপুরা কন্টিনজেন্টের সদস্যারা। শনিবার বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ফেজবুক পেজ-এ এ তথ্য জানানো হয়।

নৌবাহিনী জানায় ২৮ জুন মনপুরার এক ছোট ছেলেকে স্থানীয় জালের দোকানের ম্যানেজার মোঃ ইলিয়াস হোসেন (২৮) কৌশলে নির্মমভাবে বলাৎকার করে। ভুক্তভোগীর মা গত ১৭ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্টের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে নৌবাহিনীর অভিযানে মোঃ ইলিয়াস হোসেন ও তার সহযোগী হাসান মাস্টারকে গ্রেফতার করা হয়। এছাড়াও, গোপন জালের গুদামে অভিযান চালিয়ে প্রায় ৭০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে নৌবাহিনী যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। অভিযানে নৌবাহিনীর পাশাপাশি মনপুরা থানার পুলিশ ও প্রশাসনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোডাউন বন্ধ করে অবৈধ জাল জনসমুক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয় ও দুই আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×