৪৭ লাখ টাকা জালিয়াতির প্রমাণ

মাদারীপুরে শাহ্ মাদার দরগা শরীফ এতিমখানায় দুদকের অভিযান


মাদারীপুরে শাহ্ মাদার দরগা শরীফ এতিমখানায় দুদকের অভিযান

মাদারীপুর শহরের শাহ্ মাদার দরগা শরীফ এতিমখানা ও মাদরাসায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় মাদারীপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে।

এসময় অভিযুক্ত মাওলানা শরীফ মোহাম্মদ আলামীন ও হযরত শাহ্ মাদার দরগা শরীফ আলিয়া মাদরাসার বর্তমান সুপারের বিরুদ্ধে নানা অভিযোগ তদন্ত করা হয়।

অভিযানে মাদ্রাসায় এতিমদের ৪৭ লক্ষ টাকার এফডিআর জাল স্বাক্ষরের মাধ্যমে আত্মসাতের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানান দুদক । এছাড়াও, প্রকৃত এতিম শিক্ষার্থীর সংখ্যা ৪০ জন হলেও ১৪৫ জন দেখিয়ে অতিরিক্ত অর্থ বরাদ্দ এনে আত্মসাৎ করার তথ্যও পাওয়া গেছে। অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগেরও সত্যতা পাওয়া যায়।

জেলা দুদকের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, আমরা অভিযোগ অনুযায়ী অনুসন্ধান করে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছি। এই সংক্রান্ত সকল তথ্য ও প্রমাণাদি কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×