পটুয়াখালী আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার


পটুয়াখালী আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল বোসকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) রাত ৩টার দিকে জেলা শহরের গার্লস স্কুল সড়কের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিয়মিত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরে শুক্রবার রাতে গার্লস স্কুল সড়ক এলাকায় অভিযান চালায় সদর থানার একদল পুলিশ। তারা অ্যাডভোকেট উজ্জ্বল বোসের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার বেলা ১১টার দিকে আদলতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×