ইয়াবাসহ গ্রেফতার বিএনপি নেতাকে বহিষ্কার


ইয়াবাসহ গ্রেফতার বিএনপি নেতাকে বহিষ্কার

ইয়াবাসহ গ্রেফতার রাজশাহী নগরীর ওয়ার্ড পর্যায়ের এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার (৯ জুলাই) এই নেতাকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে দলের নীতি-আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থি কাজের অভিযোগ আনা হয়েছে।

বহিষ্কৃত তবিবুর রহমান ওরফে সুমনের (৪০) বাড়ি রাজশাহী নগরীর পঞ্চবটী এলাকায়। তিনি রাজশাহী মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।

রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব মামুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি–আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নগরীর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য তবিবুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানতে চাইলে মামুন-অর-রশিদ বলেন, ‘বহিষ্কারের ভাষা হিসেবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কথা বলা হয়েছে। আসলে তিনি বাঘা থানায় মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়েছেন। সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কার করা হয়েছে।’

রাজশাহীর বাঘা থানা সূত্র জানায়, গত মঙ্গলবার বাঘা পৌর এলাকায় অভিযান চালিয়ে তবিবুর রহমানকে ১০০টি ইয়াবা বড়ি, ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তার সঙ্গে একই এলাকার মো. সনেট নামের আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে পরের দিন আদালতে হাজির করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×