২০১৮ সালের নির্বাচনকে বৈধতা দিয়েছে বিএনপি: ফয়জুল করীম


February 4 2025/charm dw.jpg

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম অভিযোগ করেছেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করলেও বিএনপি সেই নির্বাচনের ফলাফলকে কার্যত বৈধতা দিয়েছে সংসদে যোগ দিয়ে।

সোমবার সন্ধ্যায় রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দলের রাজশাহী মহানগর সভাপতি মাওলানা হোসাইন আহমদ। এতে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতি শেখ মুহাম্মদ নুরুন নবী ও রাজশাহী জেলা সভাপতি মাওলানা মুরশিদ আলম ফারুকী।

বক্তব্যে সৈয়দ ফয়জুল করীম বলেন, “২০১৮ সালের নির্বাচন সকলেই প্রত্যাখ্যান করেছিল, কিন্তু বিএনপি সংসদে যোগ দিয়ে সেই নির্বাচনকে বৈধ স্বীকৃতি দিয়েছে। বিএনপি যেসব এমপি সংসদে গিয়েছে, তারাই নির্বাচনের বৈধতা প্রতিষ্ঠা করেছে।”

তিনি বলেন, “আজ বিএনপি আমাদের আওয়ামী লীগের সহযোগী বলছে। অথচ আমরা ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনে অংশ নেইনি। ২০১৮ সালের নির্বাচনেও অনেকেই অংশ নিলে আমরাও প্রতিযোগিতায় ছিলাম। তবে, আমরা কখনো গণভবনে যাইনি; বরং তখন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে বৈঠকে গিয়েছিলেন।”

বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে ফয়জুল করীম বলেন, “বিএনপি ভবিষ্যতে ভোট পাবে এই আশায় রয়েছে। কিন্তু মানুষ কেন তাদের ভোট দেবে? পাটগ্রামে থানায় হামলা, পুলিশ হত্যা, ভাঙচুর এসবই তাদের রাজনীতি। এখনো ক্ষমতায় আসেনি, এরই মধ্যে নিজেদের মধ্যে মারামারিতে বহু মানুষ নিহত ও পঙ্গু হয়েছে।”

তিনি আরও বলেন, “বর্তমান জনগণ আর আগের মতো নয়। এখন মানুষ সচেতন হয়েছে। বিএনপি এমন কোনো জায়গা নেই, যেখানে চাঁদাবাজি করে না।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসলামী আন্দোলনের এই বক্তব্যে আবারও স্পষ্ট হলো বিরোধী দলগুলোর মধ্যকার পারস্পরিক অবিশ্বাস ও চাপা উত্তেজনা, যা আগামী নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×