শিক্ষক এরশাদ সোহেলের বিরুদ্ধে পেশাগত অবহেলা ও সাংবাদিকতার নামে চাঁদাবাজির অভিযোগ


saurav/cfa59e57-2ba8-41d4-ad01-37b7c85cd4f0.jpeg

ভোলার তজুমদ্দিন উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এরশাদ সোহেলের বিরুদ্ধে পেশাগত দায়িত্বে অবহেলা, অনিয়ম এবং সাংবাদিকতার নামে শিক্ষক সমিতিতে চাঁদাবাজিসহ অনৈতিক প্রভাব বিস্তার করার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, ৪৬ পূর্ব কোড়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হয়েও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না এরশাদ সোহেল। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি। দৈনিক ‘আমার দেশ’-এর উপজেলা প্রতিনিধি পরিচয়ে বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন তিনি।

এরশাদ সোহেলের বিরুদ্ধে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে খারাপ আচরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো এবং সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগও উঠেছে।

স্থানীয় একাধিক শিক্ষক জানান, সরকারি শিক্ষক হয়েও সাংবাদিকতার পরিচয় দিয়ে তিনি সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করেছেন। নিয়ম অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভিন্ন পেশায় নিয়োজিত থাকতে পারেন না।

তবে শুধু সাংবাদিক পরিচয়ে অনৈতিক সুবিধা গ্রহণই নয়, নিয়মিত স্কুলে উপস্থিত না থেকেও মাস শেষে বেতন, বোনাস সহ সকল সুবিধা গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তজুমদ্দিন উপজেলা শিক্ষা অফিসার মো. এনায়েতুর রহমান বলেন, “সরকারি চাকরির পাশাপাশি সাংবাদিকতা করার কোনো নিয়ম নেই। অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×