রাঙামাটিতে বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার


February 4 2025/lasgh.jpg

রাঙামাটিতে বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় শহরের আলম ডক ইয়ার্ডের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আলম ডক ইয়ার্ডের একটি ভবনের ছয় তলার একটি ফ্ল্যাটে স্ত্রী, দুই শিশুসন্তান ও মাকে নিয়ে ভাড়া থাকতেন রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরী। সন্ধ্যায় হঠাৎ পুলিশের গাড়ি দেখে খোঁজ নিয়ে তারা জানতে পারেন বিচারকের স্ত্রী আত্মহত্যা করছেন।

রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, আলম ডক ইয়ার্ডে এক বিচারকের স্ত্রী আত্মহত্যা করেছে খবর পেয়েই পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসি। ঘরে প্রবেশ করে দেখি মেঝেতে লাশ পড়ে আছে, আর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না ঝুলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

এর চেয়ে বেশি বলতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×