সাবেক প্রতিমন্ত্রী পলকের বেয়াই বাবুসহ গ্রেফতার ২


saurav/Singra-(Natore)-Arrest-Pic-23-06-(1)-685956715f991.jpg

নাটোরের সিংড়ায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুব আলম বাবুসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আওয়ামী লীগ নেতা মাহবুব আলম বাবু পৌর শহরের চাঁদপুর মহল্লার ওসমান আলী মাস্টারের ছেলে ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বেয়াই। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে। গ্রেফতারকৃত অপরজন হলেন হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পুলিশ পরিদর্শক রাজু আহমেদ বলেন, উপজেলার কৈগ্রামে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও মারধর মামলায় তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×