৫০০ টাকা না পেয়ে স্ত্রীকে খুন, ঘাতক স্বামী গ্রেফতার


৫০০ টাকা না পেয়ে স্ত্রীকে খুন, ঘাতক স্বামী গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় ঈদের আগের দিন স্ত্রীকে হত্যার পর লাশ খাটের নিচে লুকিয়ে পালিয়ে যাওয়া স্বামী স্বপন মিয়াকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত গৃহবধূর নাম সাবিনা ইয়াসমিন (৩২)। সে ত্রিশাল উপজেলার কানীহারী ইউনিয়নের তিরখী গ্রামের রুহুল আমিনের মেয়ে।

শনিবার (১৪ জুন) দুপুরের ভালুকা মডেল থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত৬ জুন সকালে স্বপন মিয়া স্ত্রী সাবিনার কাছে ৫০০ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে কথা-কাটাকাটির একপর্যায়ে ঘরের ফ্রিজের পাশে থাকা শিল দিয়ে সাবিনার মাথায় আঘাত করে সে। এরপর ধারালো বটি দিয়ে উপর্যুপরি কোপ দিয়ে তাকে হত্যা করে। লাশ খাটের নিচে লুকিয়ে রেখে ঘরে তালা ঝুলিয়ে স্বপন পালিয়ে যায়।

ঘটনাটি ঘটে ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকার সীডস্টোর বাজারসংলগ্ন একটি ভাড়া বাসায়। হত্যার পর স্বপন প্রথমে নিজ গ্রামের বাড়ি ইশ্বরগঞ্জ, পরে মেয়ের বাড়ি, মামার বাড়ি হয়ে গা-ঢাকা দেয় গাজীপুরের ভাংনাহাটি এলাকায়।

ঈদের পরদিন (৮ জুন) সাবিনার লাশ উদ্ধার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর পুলিশ তদন্তে নামে। ১৩ জুন বিকেলে ভালুকা মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের ভাংনাহাটি এলাকার একটি মেস থেকে স্বপনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় স্বপনের লাল পাঞ্জাবির পকেট থেকে নিহত স্ত্রীর মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত শিল ও বটিও উদ্ধার করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন মিয়া স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×