ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট


ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের করটিয়া থেকে শুরু করে যমুনা সেতু পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় শুক্রবার ভোরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অতিরিক্ত যানবাহনের চাপের সঙ্গে একাধিক দুর্ঘটনা ও যানবাহন বিকল হয়ে পড়ার কারণে সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়।

ভোরের দিকে যানজট তীব্র আকার ধারণ করলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। তবে বিকেল নাগাদও করটিয়া থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কে থেমে থেমে যানজট ছিল চোখে পড়ার মতো।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ জানান, ‘এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। যানজটের সূচনা মূলত টোল প্লাজার অংশ থেকে। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।’

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×