ফরিদপুরে মাদক সেবনে বাধা দেয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম


ফরিদপুরে মাদক সেবনে বাধা দেয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম

ফরিদপুরে মাদক ব্যবসা ও সেবনে বাধা দেয়ায় আজমল মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গুরুতর আহত আজমল মিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় শনিবার (৩১ মে) দুপুরে কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন আজমল মিয়ার ছেলে হাফিজুর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামের বাসিন্দা আজমল শেখ গতকাল শুক্রবার (৩০ মে) মাগরিবের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আগে থেকে ওৎ পেতে থাকা ৩/৪ জন কিশোর তার ওপর হামলা চালায়। এসময় আজমল শেখের শরীরের বিভিন্ন অংশে চাপাতি দিয়ে কুপিয়ে জখম ও মারপিট করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, কৃষ্ণনগর ইউনিয়ন জুড়েই মাদকের ব্যবসা করে আসছে কিশোররা। বিভিন্ন স্থান থেকে মাদকসেবীরা মাদক নিতে আসে এ এলাকায়। সদর থেকে দূরে হওয়ায় এ এলাকায় অবাধে মাদকের ব্যবসা করে আসছে কিশোররা। তাদের কিছু বললেই তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।

আজমল শেখের ছেলে হাফিজুর রহমান বলেন, ‘জমি-জমা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে মামলা রয়েছে। আবার কিছুদিন আগে এই এলাকার কিছু কিশোর মাদকের সঙ্গে জড়িত তাদের মাদক বিক্রি করতে মানা করেছিল বাবা। আমাদের জমিতে বসেই মাদক সেবন করতো তারা। এনিয়ে বাবার ওপর ক্ষিপ্ত ছিল ওই কিশোররা। তারাই এ হামলা চালিয়েছে। থানায় অভিযোগ দিয়েছি। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই পুলিশের প্রতি।’

স্থানীয় বাসিন্দা জামাল হোসেন বলেন, ‘এলাকায় কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ আমরা। কাউকে কিছু বললেই ৩০/৪০ জন জড়ো হয়ে একসঙ্গে এসে হামলা চালায়। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে চায় না।’

তিনি আরও বলেন, ‘এলাকায় মাদকে সয়লাব হয়ে গেছে। ছোট ছোট পুলাপান মাদকের ব্যবসা ও সেবনে জড়িয়ে পড়েছে। ওদের কারণে এলাকার অন্য ছেলেরাও নষ্ট হয়ে যাচ্ছে। অন্য এলাকা থেকেও কিশোররা এ এলাকায় এসে মাদক সেবন করে। শহর থেকে বেশ দূরে হওয়ায় নিরাপদ স্থান হিসেবে এই এলাকা বেছে নিয়েছেন তারা।’

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘এদের এখনই থামানো দরকার, না হলে এলাকায় বসবাস করা আমাদের কঠিন হয়ে পড়েছে।’ দ্রুত এদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ওই এলাকায় মাদকের বিষয়েও অভিযান পরিচালনা করা হবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×