লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ


লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ২৮৬ জন পেলেন ২ কোটি ৮৬ লাখ টাকা। সোমবার (২৫ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে প্রত্যেককে ১ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. মো. আবু হাসান শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

অনুষ্ঠানে বলা হয়, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পাশে সরকার রয়েছে। বর্তমানে আহতদের চিকিৎসার জন্য সরকার বদ্ধপরিকর।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×