মা-বাবার সঙ্গে মামার বাড়ি যাওয়া হলো না সাফওয়ানের


মা-বাবার সঙ্গে মামার বাড়ি যাওয়া হলো না সাফওয়ানের

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় সোয়াদ আল সাফওয়ান নামের ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩) মে দুপুরে সখীপুর-গোড়াই সড়কের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান সখীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড গড়গোবিন্দপুর এলাকার মাসুদ রানার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২ টার দিকে সাফওয়ান বাবা-মায়ের সাথে তার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অটোগাড়ি থেকে নেমে রাস্তা পারাপারের জন্য দৌড় দেয় সাফওয়ান। এসময় সাফওয়ান ট্রাকচাপায় পিষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাক আটক করা হয়েছে। 

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×