পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু


পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাটে ডোবার পানিতে ডুবে দু’শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১৪ মে) উপজেলার গোপীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজন চন্দ্র পাল এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলো গোপীনগর গ্রামের শহীদ মিয়ার মেয়ে সাদিয়া (৭) ও জাকির হোসেনের ছেলে আলিফ মাহমুদ (৬)। সম্পর্কে তারা মামাতো ও ফুপাতো ভাই-বোন।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে ডুবার ধারে তারা দু’জন খেলছিল। পরে বাড়িতে না ফেরায় তাদের খুঁজতে শুরু করেন স্বজনরা। একপর্যায়ে তাদের মরদেহ পানিতে ভাসমান দেখে স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি রাজন চন্দ্র পাল বলেন, ‘পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×