রাঙ্গামাটিতে সমলয় চাষাবাদের কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন


রাঙ্গামাটিতে সমলয় চাষাবাদের কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন

২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে, বোরো ধানের (উফশী জাত) সমলয় চাষাবাদের (Synchronized Cultivation) ব্লক প্রদর্শনীর কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে ধান কর্তনের উদ্ভোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২২এপ্রিল) সকালে  জেলা সদরের কুতুকছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া, ডুলু হড়ি ব্লকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  ধান কর্তনের উদ্ভোধন করেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম। 

উক্ত অনুষ্ঠানে  সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আছমা,জেলা পরিষদ সদস্য ও আহবায়ক কৃষি নাইঊ প্রু মারমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, ডিএই  নাসিম হায়দার,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উদ্যানতত্ত্ব আপ্রু মারমা সহ সুফলভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা  বলেন সমলয় ও কৃষিতে যান্ত্রিকীকরণ  ছড়িয়ে পড়লে পাহাড়ে  ফসল উৎপাদন বাড়বে। শ্রমিক কম লাগবে, কৃষি খাতে যে শ্রমিক সংকট বিশেষ করে ধান কর্তনের সময় শ্রমিকের অভাব তার থেকে মুক্তি পাওয়া যাবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×