পদ্মার এক ইলিশ বিক্রি সাড়ে ৮ হাজারে


April 2025/Ilish 8 thousan.jpg

রাজবাড়ীর দৌলতদিয়ায় পৌনে দুই কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে সাড়ে ৮ হাজার টাকায়। শনিবার (১২ এপ্রিল) সকালে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে হালিম সরদারের আড়তে ইলিশটি বিক্রি হয়।

পদ্মা নদী থেকে ধরা মাছটি প্রথমে কেনেন ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ। পরে তিনি আরেক ক্রেতার কাছে ইলিশটি বিক্রি করেন।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও জেলেরা জানান, শনিবার (সকালে বাজারের হালিম সরদারের আড়তে অন্য মাছের সঙ্গে নিলামে বিক্রির জন্য তোলা হয় বড় আকারের ইলিশটি। মাছটির ওজন প্রায় ১ কেজি ৮০০ গ্রাম। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইলিশটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।

তিনি জানান, সর্বোচ্চ দরদাতা হিসেবে ৮ হাজার ৩০০ টাকা দিয়ে ইলিশটি কেনেন। এরপর ইলিশটি কুষ্টিয়ার পরিচিত এক বড় ব্যবসায়ী কিনে নেন। কেজিপ্রতি ১০০ টাকা করে লাভ রেখে তিনি ৮ হাজার ৫০০ টাকায় ইলিশটি বিক্রি করেন। মাছটি ক্রেতার কাছে পাঠিয়ে দেওয়া হবে।

একটি ইলিশের এত চড়া দামের বিষয়ে মাছ ব্যবসায়ী শাহজাহান বলেন, ‘একে তো পদ্মা নদীর ইলিশ, তার ওপর নদীতে ইলিশ পাওয়াই যাচ্ছে না। পয়লা বৈশাখের আয়োজন ঘিরে ইলিশের দাম এখন চড়া দাম।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×