গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে গণবিক্ষোভ


গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে গণবিক্ষোভ

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে লক্ষ্মীপুরে গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১এপ্রিল) জুমার নামাজ শেষে চক বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করা হয়। 

প্যালেস্টাই সলিডারিটি মুভমেন্টের ব্যানারে বিক্ষোভটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন প্যালেস্টাই সলিডারিটি মুভমেন্টের অন্যতম সংগঠক হাফেজ আবু মুসা, শিবির শহর শাখার সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারী আবদুল আউয়াল হামদু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মো. আরমান হোসাইন।

বক্তারা বলেন, ‘নিরীহ ফিলিস্তিনের জনগণের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামলায় নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। বছরের পর বছর এমন বর্বরোচিত হামলা হলেও জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা চুপচাপ রয়েছেন। বিশ্ব বিবেকের এমন নীরবতা পৃথিবীর সকল মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যদি জাতিসংঘ ইসরায়েলের এই হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তবে বিশ্ব মুসলিম জিহাদ করে ইসরায়েলকে সমুচিত জবাব দেবে।’

বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহকে জাগ্রত হওয়ার পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানও জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×