লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা


লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক ও সঞ্চয়পত্র বিতরণ করেছে জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসাইন। 

এ সময় ১৩ জন শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে, আহত এ-ক্যাটাগরির ১১ জনকে প্রত্যেককে ২ লাখ টাকা, বি-ক্যাটাগরির ২৯ জন প্রত্যেককে ১ লাখ টাকা করে দেয়া হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×