শিশু ধর্ষণ মামলার আসামি গণপিটুনিতে নিহত


শিশু ধর্ষণ মামলার আসামি গণপিটুনিতে নিহত

বরিশাল নগরীর ধান গবেষণা সড়ক এলাকায় শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত সুজন নামের এক তরুণ গণপিটুনিতে নিহত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে বরিশাল নগরীর ধান গবেষণা সড়কে এ ঘটনা ঘটে। নিহত সুজন ওই এলাকার মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ মার্চ) ধান গবেষণা সড়কের এক শিশুকে ধর্ষণচেষ্টা চালান সুজন। পরে শিশুটির পরিবার থানায় মামলা করেন। এরপর স্থানীয়রা আজ দুপুরে সুজনকে ধরে গাছে বেঁধে মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সুজনকে স্থানীয়রা মারধর করে পুলিশে দেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×