জামাতার লাঠির আঘাতে শাশুড়ি নিহত


জামাতার লাঠির আঘাতে শাশুড়ি নিহত

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় জামাতার লাঠির আঘাতে রশিদা বেগম (৪৫) নামের নারী নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রশিদা উপজেলার বাদশা মিয়ার স্ত্রী। অভিযুক্ত হেলাল উদ্দিন প্রকাশ মানিক একই এলাকার ফরিদুল আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মানিকের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। পরে তার স্ত্রী কর্মস্থল কেইপিজেডে যান। স্ত্রী চলে যাওয়ার পর শাশুড়ির সঙ্গে ঝগড়া হয় মেয়ের জামাই মানিকের। ঝগড়ার একপর্যায়ে লাঠি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করেন জামাত। এতেই ঘটনাস্থলেই শাশুড়ি রশিদার মৃত্যু হয়। ঘটনার পর মানিক পলাতক।

নিহতের মেয়ে আফসা আকতার নারগিস বলেন, ‘তিন বছর আগে হেলালের সঙ্গে আমার বিয়ে হয়। সে আমার সৎ মামার ছেলে। আমি কেইপিজেড চাকরি করি। মাস শেষে বেতনের সব টাকা সে নিয়ে নেয়। তারপরও বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে প্রতিনিয়ত আমাকে মারধর করে সে। তিনদিন আগে একটি এনজিও থেকে আমাকে এক লাখ টাকা তুলে দিতে বললে আমি রাজি হয়নি। এতে সে আমাকে মারধর করে। এ ঘটনায় ওইদিন রাতে আমি বাবার বাড়ি চলে আসি। আজ সকালে কাজে যাওয়ার পথে সে আমাকে ধরে মারধর করে। পরে আমার মা বাড়ির পাশে গেলে সেখানে গিয়ে আমার স্বামী তার মাথায় আঘাত করে। এ সময় ঘটনাস্থলে আমার মায়ের মৃত্যু হয়।’

আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৈয়বুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত মানিককে আটকের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×