যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার


যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের একটি বাথানের ঘর থেকে ইউসুফ আলী স্বপন (৪০) নামে এক যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। স্বপন উপজেলার শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বীর শুভগাছা গ্রামের ইমান আলী খানের ছেলে।

স্বজন জানান, স্বপন একা চরের ওই বাথানে অবস্থান করে গরু, ভেড়া, ঘোড়া ও ছাগল দেখাশোনো করতেন। প্রতি বুধবার বাড়িতে গিয়ে স্ত্রী-সন্তানদের জন্য বাজার করে দিয়ে আবার বাথানে ফিরে যেতেন। গত বুধবার তিনি বাড়িতে যাননি, ফোনও বন্ধ ছিল। পরিবারের লোকজন তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়। 

বাথানের মালিক স্বপনের বন্ধু শ্রমিক নেতা সারজিল সম্পদ বলেন, মোবাইল ফোন নম্বর বন্ধ থাকায় বুধবারের পর থেকে স্বপনের সঙ্গে যোগাযোগ হয়নি। শুক্রবার সকালে স্থানীয় একজনকে বাথানে পাঠানো হলে জানতে পারি, ঘরের মধ্যে স্বপনের মরদেহ পড়ে আছে। 

কাজীপুর থানার ওসি নূরে আলম জানান, ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে স্বপনের মৃত্যু হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। অর্ধগলিত মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অপমৃত্যুর মামলা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×