প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় আওয়ামী লীগ নেতা


প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় আওয়ামী লীগ নেতা

দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় অংশ নিয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির। 

শুক্রবার (৭ মার্চ) দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেন বরগুনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এরপর দুপুর দেড়টার দিকে বরগুনা জেলা কারাগার থেকে বেরিয়ে পুলিশি নিরাপত্তায় বরগুনা সার্কিট হাউজ মাঠে জানাজা নামাজে অংশগ্রহণ শেষে পৌনে ২টার দিকে কারাগারে ফিরে যান। 

এর আগে শুক্রবার ভোররাতে বার্ধক্যজনিত কারণে মারা যান জাহাঙ্গীর কবিরের বড় বোন আনোয়ারা বেগম (৮৪)।

গত বছরের ১৪ আগস্ট ভোর পৌনে ৬টার দিকে শহরের আমতলা সড়কের নিজ বাসভবন থেকে পিবিআই ও বরগুনা থানা পুলিশের যৌথ অভিযানে জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করা হয়। পরে বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর রশিদ হাওলাদারের করা একটি চাঁদাবাজি মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×