বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা


বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ধারালো অস্ত্রের আঘাতে সুরুজ গাজী (৩৫) নামে এক যুবদল নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ছাড়াও আরও একজন আহত হয়েছেন।

রোববার রাতে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন, মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত। এ ঘটনায় অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

নিহত সুরুজ গাজী (৩৫) কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। আহত নয়ন গাজী কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে।

কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে কুপিয়েছে। এতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। নিহতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। যারা জড়িত তাদের সুনির্দিষ্ট নাম পেলে গ্রেফতারে অভিযান করা হবে।

স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, হাউজিং এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন হাওলাদার ওরফে সোনা শাহীনের সাথে যুবদল নেতা সুরুজের মধ্যে জমি বিক্রিকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এছাড়াও তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। কথাকাটাকাটির সময় শাহিনের নেতৃত্বে তার স্ত্রী শাবানা, বড় ছেলে ইমরান ও ছোট ছেলে লিয়ন দেশীয় অস্ত্র রাম দা নিয়ে সুরুজের উপর হামলা করে। এতে সুরুজ ও নয়ন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সুরুজের মৃত্যু হয়। আহত নয়নকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুরুজের মারা যাওয়ার খবরে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শাহিনের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। এরপর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×