মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, সিরাজগঞ্জে বিক্ষোভ


মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, সিরাজগঞ্জে বিক্ষোভ

মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি ও নারীর প্রতি সহিংসতা বন্ধে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের সাধারণ ছাত্রসমাজের আয়োজনে বড়পুল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে এসে শেষ হয়।

পরে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘মহান আল্লাহ ও আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তিকারীর এই বাংলায় ঠাঁই হবে না। একটি মুসলিম রাষ্ট্রে কীভাবে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করে? অবিলম্বে তাদের আইনের আওতায় এনে মৃত্যুদণ্ড দিতে হবে।’

এ সময় সিরাজগঞ্জ বনোয়ারি লাল সরকারি উচ্চবিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×