নারায়ণগঞ্জে স্বামীর ওপর নির্যাতনের ভিডিও দেখিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ


নারায়ণগঞ্জে স্বামীর ওপর নির্যাতনের ভিডিও দেখিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর ওপর নির্যাতনের ভিডিও দেখিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ১০ জানুয়ারি প্রেমের সম্পর্ক থেকে দুই তরুণ তরুণী বিয়ে করেন। অভিভাবকরা এ বিয়ে মেনে না নেয়ায় তরুণী একাই ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন এবং তার স্বামী একই এলাকার আরেকটি বাসায় ভাড়া থাকেন। গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে বারোটায় তরুণীর সঙ্গে তার স্বামী দেখা করতে যাওয়ার পথে পূর্ব লামাপাড়া এলাকার মনিরের ছেলে নাজমুল ও তার বন্ধু রনি দলবল নিয়ে তাকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর গলায় ছুরি ধরে তারা শারীরিকভাবে নির্যাতন করে এবং নির্যাতনের ভিডিও ধারণ করে রাখে। সেই ভিডিও তরুণীকে দেখিয়ে নাজমুল ও রনি পর্যায়ক্রমে ধর্ষণ করে। এরপর স্বামী-স্ত্রীর কাছ থেকে দুটি মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘তাৎক্ষণিক বিষয়টি থানায় জানানো হয়নি। ফলে ধর্ষকরা সুযোগ পেয়ে পালিয়েছে। আমরা মামলা গ্রহণ করেছি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশ কাজ করছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×