সেন্টমার্টিনে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার


সেন্টমার্টিনে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে কোস্টগার্ড পূর্ব জোনের আওতাভুক্ত সেন্টমার্টিন বিসিজি স্টেশন, দ্বীপের পশ্চিম পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নীলাচল রিসোর্ট সংলগ্ন সি-বিচ এলাকায় জিও ব্যাগের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি কালো ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

জব্দ মাদক পরবর্তীতে বিনষ্ট করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×