রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারের পর্দা নামছে রোববার


রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারের পর্দা নামছে রোববার

পর্দা নামছে ৪ দিনের ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫’-এর। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটির হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে শুরু হয় এ ফেয়ার। কাল রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত নয়টায় ফেয়ারের পর্দা নামবে। মেলার মাধ্যমে আবাসন খাতের অচলাবস্থা কাটিয়ে উঠার চেষ্টা করছে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান। 

মেলায় প্রথম বারের মত আসা ক্রেতাদের শিশুদের জন্য মনোরোম কিডস জোনের ব্যবস্তা করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামে সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় ঢুকতে পারবেন। মেলায় সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৪ বার ঢুকতে পারবেন। টিকিটের রাফেল ড্রতে প্রতিদিন থাকছে থাকছে আকর্ষণীয় পুরস্কার।

মেলার শেষ দিন অনেক ক্রেতা দর্শনার্থীর জনসমাগম হবে- এমন প্রত্যাশা করছেন মেলায় অংশকারী প্রতিষ্ঠানগুলো। মেলায় এক সাথে অনেকগুলো প্রতিষ্ঠান অংশ নেওয়াতে ক্রেতারা সহজে যাচাই বাছাই করে কাংখিত ফ্ল্যাট-প্লট খুঁজে নিতে পারবেন। মেলা উপলক্ষে অংধিকাংশ প্রতিষ্ঠান তাদের প্রকল্পের ফ্ল্যাট ও প্লটে বিশাল ডিস্কাউন্ট দিচ্ছেন।  প্রতিষ্ঠানগুলো চেষ্টা করছে নাগরিকদের মৌলিক অধিকার পূরণ করতে।

এবারের ফেয়ারে ৬৩টি স্টল রয়েছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও ৫টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ৫টি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। অর্থলগ্নীকারী ব্যাংকগুলো মেলা উপলক্ষে সহজে ঋণের ব্যবস্থা করে দিচ্ছেন। সব মিলে ৪৩টি প্রতিষ্ঠান মেলায় তাদের পণ্য ও সেবা তুলে ধরছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×