ফুলের হাসি ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:০১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

‘আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই’- এই স্লোগানে ফুলের হাসি ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও কার্যকরী কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয় ‘ইচ্ছে পূরণ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা কার্যক্রম।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত ও ২৪ গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে এবং বাচিক শিল্পী আশিক আরেফিন ও সংগঠক তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সঙ্গীত শিল্পী রবি চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম ২ কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শওকত হোসেন, ফুলের হাসি ফাউন্ডেশন উপদেষ্টা নবাব হোসেন মুন্না, উপদেষ্টা আবু তাহের চৌধুরী, লেখক মো. নেছার আহমেদ খান, সমাজ সেবক আবদুল নুর, ক্যাপ্টেন মুসলিক ফারুক, মিডিয়া ব্যক্তিত্ব কারু কৃষাণ।
অনুষ্ঠানে রবি চৌধুরী বলেন, ‘সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ফুলের হাসি ফাউন্ডেশনের পথচলার ৪ বছরে তারা মানবিক কার্যক্রম এর সাথে তিনি নিজেও জড়িত।
সেই সাথে ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতি শুভ কামনা ও নতুন কমিটিকে স্বাগতম জানান।